আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির
১- 10 বছরের জেল ও 50 লাখ রিয়াল জরিমানা২- নূন্যতম মজুরি ৩,০০০ হাজার থেকে বাড়িয়ে ৪,০০০ হাজার রিয়াল করা হয়েছে
৩- চুরি করার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে
তিনটি বিশেষ আলোচিত খবর নিয়ে বিস্তারিত পুরো নিউজটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো.
সৌদি আরব থেকে পাওয়া আজকের প্রথম আলোচিত খবরটি হলোঃ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির পাবলিক প্রসিকিউটর 10 বছরের জেল ও 50 লাখ রিয়াল জরিমানা ঘোষণা দিয়ে প্রবাসী ও নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছেন.
এখন থেকে কেউ যদি সন্ত্রাসী কিংবা চরমপন্থী সংগঠন পরিচালনার জন্য ইন্টারনেট কিংবা ইলেকট্রনিক সাইট ব্যবহার করেন তাহলে তাদেরকে এই অপরাধের জন্য 10 বছরের জেল ও 50 লাখ রিয়াল জরিমানা করা হবে
সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর টি হলঃ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রী "আহাম্মেদ আল রাজী" একটি আদেশ জারি করেছেন' কর্মসূচির আওতায় সৌভিক কর্মীদের ন্যূনতম মজুরি বাড়ি আছেন
নতুন কর্মসূচির আওতায় নিযুক্ত সৌদি নাগরিকদের নূন্যতম মজুরি ৩,০০০ হাজার থেকে বাড়িয়ে ৪,০০০ হাজার রিয়াল করা হয়েছে
সৌদির নতুন সিদ্ধান্ত অনুযায়ী নতুন কর্মসূচিতে একজন কর্মী সৌদি ও নাগরিকদের নূন্যতম বেতন দিতে হবে ৪,০০০ হাজার রিয়াল.
সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় আলোচিত খবর টি হলঃ সৌদি আরবের চারদিকে ব্যাপক অভিযান চালাচ্ছে সৌদির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিয়াদ অঞ্চলের পুলিশের মুখপাত্র জানিয়েছেন রিয়াদ ও তার আশেপাশের চুরি করার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে আটককৃতদের কাছ থেকে প্রায় ২ লাখ ২১ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে.
এ ছিলো সৌদি আরবের আজকের বিশেষ
১- 10 বছরের জেল ও 50 লাখ রিয়াল জরিমানা
২- নূন্যতম মজুরি ৩,০০০ হাজার থেকে বাড়িয়ে ৪,০০০ হাজার রিয়াল করা হয়েছে
৩- চুরি করার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে
৩টি খবর।