আসসালামুয়ালাইকুম Probas News এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদির
১- সৌদির পাবলিক প্রসিকিউটর এক বছরের জেল ও 50 হাজার রিয়াল জরিমানা২- ট্রাফিক বিভাগ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এক বার্তায়
৩- প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায়
তিনটি আলোচিত খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ 26শে নভেম্বর 2020
সৌদি আরব থেকে পাওয়া আজকের প্রথম আলোচিত খবরটি হলঃ
আজ সৌদও গেজেট পত্রিকার খবরে জানানো হয়েছে সৌদির পাবলিক প্রসিকিউটর এক বছরের জেল ও 50 হাজার রিয়াল জরিমানা ঘোষণা দিয়ে নতুন একটি আইন করেছেন
সে আইনটিতে বলা হয়েছে নারীদের সাথে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে এখন থেকে যদি কেউ নারীদের সাথে কোন প্রকার শারীরিক মানসিক বা যৌন নির্যাতন করে বা করার হুমকি প্রদান করেন তাহলে দুসি সাব্যস্ত ব্যক্তিকে কমপক্ষে 1 মাস থেকে 1 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হবে সেই সাথে 50 হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে
আর একই অপরাধ যদি কেউ দ্বিতীয় বার করে তাহলে তার জরিমানার পরিমাণ আর্থিক ও হবে তাই সকল বিরোধী প্রবাসীরা আপনারা এই আইনটির ব্যাপারে সব সময় সতর্ক থাকবেন
সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর কি হলঃ
সে আইনটিতে বলা হয়েছে নারীদের সাথে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে এখন থেকে যদি কেউ নারীদের সাথে কোন প্রকার শারীরিক মানসিক বা যৌন নির্যাতন করে বা করার হুমকি প্রদান করেন তাহলে দুসি সাব্যস্ত ব্যক্তিকে কমপক্ষে 1 মাস থেকে 1 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হবে সেই সাথে 50 হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে
আর একই অপরাধ যদি কেউ দ্বিতীয় বার করে তাহলে তার জরিমানার পরিমাণ আর্থিক ও হবে তাই সকল বিরোধী প্রবাসীরা আপনারা এই আইনটির ব্যাপারে সব সময় সতর্ক থাকবেন
সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর কি হলঃ
প্রতিনিয়ত গঠন হচ্ছে সৌদির ট্রাফিক আইন আজ সৌদির ট্রাফিক বিভাগ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এক বার্তায় জানিয়েছেন গাড়ির সামনের সিটে বসা ব্যক্তি সিট বেল্ট পড়লে 50% দুর্ঘটনা কবে যাবেন আর পিছনের সিটে বসা যাত্রী সিটবেল্ট পড়লে 70 শতাংশ দুর্ঘটনা কবে যাবেন
তাই দুর্ঘটনা কমাতে সকলের প্রতি সিট বেল পড়ার আহ্বান জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়
উল্লেখ্য, যে সামনের সিটে বসা ব্যক্তিত্বের না পড়লে 150 থেকে 300 পর্যন্ত জরিমানা করা হবে তাই সকলে দুর্ঘটনা ও জরিমানার হাত থেকে বাঁচাতে সিট বেল ব্যবহার করুন
আজকের তিতীয় আলোচিত খবর টি হলঃ
সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের 6 নাগরিকের সন্দেহ ভাজনের তালিকায় যুক্ত করেছে তুরস্কের একটি আদালত
2018 সালের অক্টোবর মাসে জামাল খাশোগি কে তুরস্কের ইস্তাম্বুল শহর এর সৌদি আরবের কনস্যুলেট অফিসে রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় বর্বরভাবে হত্যা করা হয়
তুর্কি আদালত বলতে, নতুন করে সন্দেহভাজন ইতালি কারেন্সি সকল ব্যক্তিকে যুক্ত করার কারণ হচ্ছে হত্যা কাণ্ডের পেছনে প্রকৃত সত্য উন্মোচনে সাহায্য করা
তুরস্কের ইস্তাম্বুল শহরের আদালতে গত মঙ্গলবার এই ব্যাপারে দ্বিতীয় দফা শুনানি হয় এবং সন্দেহজনক তালিকায় নতুন করে আরও 6 সৌদি নাগরিক কে যুক্ত করা হয়
এদের মধ্যে সৌদি যুবরাজ সালমানের সাবেক দুই সহকারি রয়েছেন।
পেয়েছিল সৌদির আজকের
১- সৌদির পাবলিক প্রসিকিউটর এক বছরের জেল ও 50 হাজার রিয়াল জরিমানা
২- ট্রাফিক বিভাগ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এক বার্তায়
৩- প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায়
৩টি আলোচিত খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন