আসসালামুয়ালাইকুম Probas News এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে
১- কারো চবি তুলা সাইবার ক্রাইমের সমান অপরাধ২- রিয়াদ পুলিশ দুই জন প্রবাসী আটক করেছেন
৩- হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি যুক্তরাষ্ট্র
সৌদি আরবের তিনটি বিশেষ আলোচিত খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ 28 নভেম্বর 2020.
সৌদি আরব থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ আলোচিত খবর টি হলঃ সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আজ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এক বার্তায় জানিয়েছেন কারো পারমিশন ছাড়া ছবি উঠানো আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সাইবার ক্রাইমের সমান অপরাধ
যারা করবে তাদেরকে জেল জরিমানার মুখোমুখি করা হবে অনেক প্রবাসী ভাইরা আছেন বাহিরে গেলে আশেপাশে খেয়াল না করেই ছবি উঠিয়ে থাকেন এখন থেকে ছবি উঠানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন
আশেপাশে কোন সৌদিয়ান নাগরিক বা বিদেশী নাগরিক আছে কিনা সেই বিষয়টি খেয়াল করে ছবি উঠাবেন মনে রাখবেন আপনি ছবি উঠাতে গিয়ে যদি অন্য কারো ছবি উঠান আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তাহলে বিশাল অঙ্কের জরিমানা ও জেলের মুখোমুখি হতে হবে
সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবর টি হলঃ সৌদির পুলিশের চলমান অভিযানে আজ রিয়াদ পুলিশ দুই জন প্রবাসী আটক করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা রাস্তায় পার্কিং করে রাখা গাড়ির দরজার গ্লাস ভেঙ্গে ভিতরে থাকা প্রয়োজনীয় মালামাল চুরি করত
আর এই ঘটনা রাস্তায় প্রতি নিয়তই ঘটছে তাই সকল প্রবাসীরা আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন বিশেষ করে রাস্তায় গাড়ি পার্কিং করে রেখে গেলে ভিতরে প্রয়োজনীয় কিছু রেখে যাবেন না. সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ আলোচিত খবর টি হলঃ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরান সমর্থিত হুতি সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র
কয়েকদিন আগে বিদ্রোহীরা জেদ্দা সৌদি আরামকো কোম্পানি ডিসট্রিবিউশন সেন্টার লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে
তাছাড়া গত বুধবার সৌদি আরবের এলাকায় বিস্ফোরণের ঘটনায় সৌদি নিয়ন্ত্রিত ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে হোয়াইট house-এর সিকিউরিটি কাউন্সিল গতকাল শুক্রবার এই টুইট বার্তায় জানায় সৌদি আরবের জেদ্দায় চলতি সপ্তাহে বেসামরিক লক্ষ্যবস্তুতে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি যুক্তরাষ্ট্র
এ বিষয়ে আরো বলা হয় জাতিসংঘের যুদ্ধবিরতির ও সংলাপের আহ্বান কে আগ্রহ করে হুতিরা এই অঞ্চলের অস্থিতিশীল করে তুলতে এবং ইয়েমেনের মানুষদের আঘাত দিয়েছে ইরাকে বিচ্ছিন্ন করতে চায় তারা, একত্রিত করতে চায়না.
এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের
১- কারো চবি তুলা সাইবার ক্রাইমের সমান অপরাধ
২- রিয়াদ পুলিশ দুই জন প্রবাসী আটক করেছেন
৩- হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি যুক্তরাষ্ট্র
৩টি বিশেষ আলোচিত খবর খবর আপনারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।
ভুলত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন