গতকাল বৃহস্পতিবার 26 শে নভেম্বর সৌদি আরবের তায়েফ তুরাবায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশ প্রবাসী মৃত্যুবরণ করেছেন, নিহতরা সবাই সিলেটের বাসিন্দা.
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে সবাই কাজে যাবার জন্য সকাল ৭ টায় বের হন, তারা গাড়িতে থাকা অবস্থায় অপর একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেখানেই ২ জন মারা যান ২ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন সেখানে মৃত্যুবরণ করেন.
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন সেখানে মৃত্যুবরণ করেন.
নিহতদের সকলের বাড়ি সিলেট কানাইঘাট জকিগঞ্জ উপজেলার বলে জানা গিয়েছে.
তারা হলেন, সিলেট কানাইঘাট উপজেলার কুওরের মাটি (নামের) গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (তার বয়স ৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (তার বয়স ৩২).
সিলেট শহরের কানাইঘাট উপজেলার নাম্বার সাতঁবাক ইউনিয়নের ইউপি সদস্য আব্দুন নূর এই বিষয়ে বলেন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সিলেটের কানাইঘাট উপজেলার কাউরের মাটি গ্রামের আব্দুল খালেক এর পুত্র মাসুক আহমদ (৩৫) এবং আহমদের পুত্র আবদুস শুক্কুর (৩২) তাদের মৃত্যুর খবর এবং তাদের পরিচয় নিশ্চিত করেছেন সাঁতবাক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুন নূর.
ইউপি সদস্য, শুক্কুরের ব্যাপারে বলেন করোনা কালে আব্দুস শুকুর নিজ বাড়িতেই ছিলেন পরিবারের অভাব অনটনের কারণে এবং নিজেদের ভবিষ্যৎ মা-বাবাকে ভালো রাখার উদ্দেশ্যে তিনি সৌদি আরবে পাড়ি জমান.
এছাড়াও অপর একজন যিনি গাড়ির ড্রাইভার ছিলেন একই সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেছিলেন তার নাম হলো সিরাজ উদ্দিন (তার বয়স ৪০) তিনি জাকিগঞ্জ উপজেলার হাঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন.
আরো নিউজ দেখুন
সড়ক দুর্ঘটনায় আরো একজন আহত হয়ে গুরুতর অবস্থায় সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার নাম হলো জালাল আহমদ (তার বয়স ৩৯) এবং তিনি কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের বাসিন্দা।