আসসালামুয়ালাইকুম ProbashBD.Xyz এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজকের বুধবার ১১-১১-২০ এর ৫ টি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত, পুরো নিউজটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো
সৌদি আরবের আজকের ৫ টি নতুন খবর - সৌদি আরব নিউজ
সৌদি আরব থেকে পাওয়া আজকের পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ খবরের প্রথমে রয়েছেঃ আজ বুধবার সৌদির ট্রাফিক বিভাগের ঘোষণাতে জানিয়েছে যে আজ থেকে রিয়াদ - জেদ্দা ও দাম্মাম শহরে চালু হয়েছে অটোমেটিক সার্ভিলেন্স ক্যামেরা এখন থেকে ইন্দিকেটর না দিয়ে রস্তার ল্যান্ড পরিবর্তন, হাইস্পিড, ইস্টক না করে এক্সিডেন্ট পরিবর্তন করে ইন্ডিকেটর না থামানোর সহ আরো অনেক কিছুই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে নতুন এই প্রযুক্তিতে
বিশেষ ধরনের এই সার্ভিলেন্স ক্যামেরার মাধ্যমে কারের ল্যান্ড পরিবর্তন শনাক্ত করতে পারবে এবং কেউ সিগন্যাল ছাড়া আচমকা গাড়ির ল্যান্ড পরিবর্তন করলে ক্যামেরাতে নাম্বার প্লেট ধারণ করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে.
সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর টি হলঃ সৌদি আরবের জেদ্দায় বোমা হামলার ঘটনা ঘটেছে আজ বুধবার সকালে এই হামলার ঘটনাটি ঘটে দেশটিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে এতে চারজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে.
সৌদি থেকে পাওয়া আজকের তিতীয় গুরুত্বপূর্ণ খবর টি হলঃ আজ আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয় করোনা পরবর্তী সময়ে বিগত অক্টোবর মাসের ০৪ তারিখ থেকে পুনরায় প্রথম দফা ওমরা চালু করা হয় করোনা পরবর্তী সময়ে এখন পর্যন্ত মোট ০৭ লক্ষ ৯০ হাজার ওমরা হাজি সফলভাবে ওমরা হজ পালন করেছেন এছাড়া বিগত ১৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ০৯ লাখ ২০ হাজার ধর্মপ্রাণ মুসলিমদের মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদাত করার সুযোগ পেয়েছেন.
সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলঃ আরব নিউজ ও সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে মিশরের বিখ্যাত মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী দল এবং এটি ইসলামের মূল্যবোধ লালন করে না বলে জানিয়েছে সৌদি আরবের সিনিয়র স্কলার কাউন্সিল
গত মঙ্গলবার সৌদি আরবের সিনিয়র স্কলাররা এক বিবৃতিতে জানায় ও উদ্দেশ্য পূরণে কাজ করছে দলটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই খবরটি নিশ্চিত করেছেন.
সৌদি থেকে পাওয়া আজকের পঞ্চম গুরুত্বপূর্ণ খবরটি হলোঃ সর্বশেষ করোনাভাইরাস এর আপডেট সৌদিতে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন লক্ষ ৫১ হাজার ৮৪৯ জন আর আজ নতুন করে সুস্থ হয়েছে ৪২১ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে তিন লক্ষ ৩৮ হাজার ৭০২ জন সৌদিতে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছে ১৪ জন এখন মোট মারা গেছে ০৫ হাজার ৫৯০ জন বর্তমানে সৌদিতে করণায় আক্রান্ত রোগী আছে ০৭ হাজার ৫৫৭ জন.
আরো দেখুন
Saudi News BD - ১৪ ই মার্চ ২০২১ থেকে বাতিল হচ্ছে সৌদির কাফালা পদ্ধতি। বিস্তারিত
এ ছিলো সৌদি থেকে পাওয়া আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর
এ ছিলো সৌদি থেকে পাওয়া আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর