খুশির খবর সৌদি আরবে থাকা সকল বসবাসকারী সবাইকে ফ্রি তে করোনা Covid-19 ভাইরাস এর ভ্যাকসিন দেবে সৌদি আরবের সরকার থেকে! গত কাল সোমবারে এক বিবর্তিত এ ঘোষণায় দেয়া হয় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর পক্ষ থেকে.
সৌদি প্রবাসীদের ফ্রিতে করোনার ভ্যাকসিন দেবে সৌদি সরকার
২০২১ সালের মধ্যে সৌদি আরবে বসবাসকারী ৭০ শতাংশ মানুষকে করোনা Covid-19 ভাইরাসের ভ্যাকসিন দিতে সমর্থ হবে সৌদি আরব সরকার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে, সৌদি নাগরিক এবং সৌদি আরবে বসবাসরত প্রবাসী - সকলকেই সম্পূর্ণ ফ্রি তে করোনা ভ্যাকসিন দেয়া হবে।
গত কাল সোমবার ২৩-১১-২০২০ সৌদির নিউজ বিততিক স্টেট টিভি চ্যানেল এখবারিয়া তে একটি রিপোর্টে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফ্রিতে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে ঘোষণা দেন.
সৌদি আরবে ইতিমধ্যেই আন্তর্জাতিক বেশকিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে মিলে করোনা Covid-19 ভাইরাস এর ভ্যাকসিন আবিষ্কার এর চেষ্টা করছে,
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন যদি সৌদি আরব করোনার Covid-19 ভ্যাকসিন আবিষ্কার করতে সফল হয় তবে শুধু মাত্র সৌদি নিবাসী সৌদি নাগরিক ও প্রবাসীরাই নয়, উপকৃত হবেন পুরো মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং আরো অন্য সকলে রা।