উস্কানি মূলক কর্মকান্ড চালিয়েছিলেন ফ্রান্সের সরকার যার কারণে একে অপরের উপর এখন ভিন্ন চোখে দেখেছে আজকে ফ্রান্সে একজন চুরি দিয়ে হামলা করেন বেশ কয়েকজন বাসিন্দা কে আমরা যাতে অন্য কোনো অস্ত্র ছিল না একটি ত্রুটি ছিল ঘটনাস্থলে 3 জন মৃত্যুবরণ করেন.
ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি নিয়ে হামলা: ৩ জন নিহত বিস্তারিত দেখুন নিচে
বর্তমানে ফ্রান্সে ইসলামের অবমাননা নিয়ে সে দেশের নাগরিক মুসলিম নাগরিকরা সহ বিভিন্ন দেশের নাগরিকগণ আন্দোলন করতেছেন ফ্রান্সের সরকারের বিরুদ্ধে সে উত্তেজনার মধ্যেই ফ্রান্সের নেই শহরে একটি গির্জায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে নারীসহ প্রাণ হারালেন তিন জনে এ ঘটনায় আহত বেশ কয়েকজন.
যে সময় হামলা করা হয় পানসে সে হামলার পরপরই নটরডেম ক্যাথেড্রাল এলাকা থেকে সন্দেহ ভাজন একজন অস্ত্রধারীকে আটক করে নিরাপত্তা বাহিনীর ওই ব্যক্তি হামলাকারী কিনা এখন পর্যন্ত সিউর ভাবে পুলিশ প্রশাসন তথ্য দেয়নি এবং এখনো তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি.
পুলিশ এদেরকে এ ব্যাপারে প্রশ্ন করলে সাংবাদিকরা যে কী কারণে এ হামলা হয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য বলার জন্য কিন্তু পুলিশ আক্রমনের নোটিভ না জানা গেলেও এ ঘটনাকে সন্তাসি আখ্যা দিয়েছে এ ব্যাপারে প্রশাসন গণমাধ্যম কে বলছে হামলাকারী বেক্তি মুসলিম, তবে এখন পর্যন্ত তার ব্যাপারে সঠিক তথ্য না দেওয়ার কারণে সম্পুর্ন ভাবে বলা যাচ্ছে না এই হামলায় কিসের জন্য করা হয়েছে.
হামলাকারী হামলা করার পরপরই সেই শহরের গিজার আশেপাশে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে গিরে ফেলেছেন প্রশাসন এবং ফ্রান্সের সে শহরে থাকা বাসিন্দাদের চলাচলেও সর্তকতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের.
এবং এ হামলার কারণে আজকে ফ্রান্সের পার্লামেন্টে অধিবেশনে হামলায় নিহতদের ( হামলাটিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে করে) স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন.
তবে পুলিশ প্রশাসন হামলাকারীকে মুসলিম আখ্যা দিয়ে কি বুঝাতে চেয়েছে আমরা এ ব্যাপারে এখনও শিওর কোনো তথ্য পায়নি কারণ ফ্রান্সের পুলিশ এ ব্যাপারে কোন তথ্য তারা দিতেছেনা ধারণা করা হচ্ছে কাল নাগাদ ফুরফুরি তথ্য পাওয়া যাবে হামলাকারীদের বিরুদ্ধে.
হবে এই হামলাকারীর যদি কোন জঙ্গি গোষ্ঠী করে থাকে তাহলে অবশ্যই ও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করে নেবে কারণ আগে আগে যত হামলা ও জঙ্গিগোষ্ঠী করেছে সকল হামলায় তারা পরবর্তীতে স্বীকার করে নিয়েছে তবে এ হামলার এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করে নেয় তাই অপেক্ষা করতে হচ্ছে এ হামলা টি আসলে কি জন্য করা হয়েছে সেটি বোঝার জন্য.
তবে ফ্রান্সের যে সকল মুসলিমদের রয়েছে তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে কারণ হয়তো কোন ফ্রান্সের উস্কানি মূলক কর্মকান্ড করার জন্য কেউ এটি ইচ্ছাকৃত ভাবে করে মুসলমানদের উপর দায় দেওয়ার জন্য এমনটা হচ্ছে এটাও ধারণা করা যাচ্ছে তাই সকলকে বলা হচ্ছে আপনারা যে সকল মুসলিমদের রয়েছে বিশেষ করে বাংলাদেশিরা সবাই সতর্ক থাকবেন.
যেসকল ভাইরা আমাদের আজকের বিষয় নিউজটি দেখেছেন সকলকে অনুরোধ করব এটি আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করে অন্য সকল দের কেউ দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের সাইটে নতুন এসে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব সব সময় প্রবাসীদের নতুন নতুন নিউজ পেতে আমাদের সাইট সব সময় বিজি করলেন আমরা সবসময় প্রবাসীদের নিউজ দিয়ে থাকি.
আপনাকে অনুরোধ করব সব সময় প্রবাসীদের নতুন নতুন নিউজ পেতে আমাদের সাইট সব সময় বিজি করলেন আমরা সবসময় প্রবাসীদের নিউজ দিয়ে থাকি.
আমরা সব সময় আমাদের সাইটে প্রবাসীদের নিউজ দিয়ে থাকি আপনি আমাদের সাইটে
কাতারে সকল প্রবাসী নিউজ পাবেন
ওমানেন সকল প্রবাসী নিউজ পাবেন
কুয়েতের সকল প্রবাসী দের নিউজ পাবেন
সৌদি আরবের প্রবাসি দের নিউজ পাবেন
তাই আপনাকে বলবো সব সময় আমাদের ভিজিট করার জন্য, ধন্যবাদ