আসসালামুয়ালাইকুম www.ProbashBD.Xyz এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ""১-নিজ পেশা বা কপিলের আন্ডারে বাহিরে কাজ করা দন্ডনীয় অপরাধ,২-সৌদি আরব গত সপ্তাহে ফাইজার বায়ু এন্টিক এটিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিলো"" আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের দুইটি আলোচিত খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার.
রিয়াদ পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা জানানো হয়েছে গৃহকর্মীদের নিয়োগকর্তাদের কাছ থেকে পালাতে সাহায্য করা এবং নিয়োগকর্তার বাইরে কাজ করার সুযোগ করে দেওয়ার অপরাধে একজন সৌদি নাগরিক এবং তিনজন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে.
পুলিশের তথ্য মতে তারা ৮ জন গৃহকর্মীকে পালাতে সাহায্য করেছে তাই তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনের পাঠানো হয়েছে।
সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর কি হলোঃ মধ্যপ্রাচ্যের বাহারেন এর পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার বায়ু এন্টিক এটিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিলো.
তার পর থেকে সৌদি আরবে চলছে করোনা ভাইরাস এর টিকা গ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত এ টিকা টি গ্রহণ করার জন্য প্রায় 3
৩ লক্ষ ৫ হাজারের মতো মানুষ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন.
উল্লেখ্য, যে গত বৃহস্পতিবার সৌদির স্বাস্থ্যমন্ত্রী করোনার টিকা টি গ্রহণ করেছেন তারপর তিনি জানিয়েছেন এ টিকা টি সকলের জন্য নিরাপদ তাই তিনি করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রবাসী ও নাগরিকদের করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন.
উল্লেখ্য যে সৌদিতে প্রবাসী ও নাগরিকদের করোনার এই টিকা টি বিনামূল্যে প্রদান করা হবে তাই যারা এই টিকি টি নিতে আগ্রহী তারা এখনই রেস্ট্রিকশন করে ফেলুন..!
এই ছিলো সৌদির আজকের ""১-নিজ পেশা বা কপিলের আন্ডারে বাহিরে কাজ করা দন্ডনীয় অপরাধ,২-সৌদি আরব গত সপ্তাহে ফাইজার বায়ু এন্টিক এটিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিলো"" ২টি আলোচিত খবর খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।