বিসিবির দেয়া এক বিশেষ খবরে জানা গিয়েছে নিউজিল্যান্ড পুলিশের ইউনিফর্মের এখন থেকে হিজাব অন্তর্ভুক্ত করেছেন নিউজিল্যান্ড, সেই দেশের মুসলিম নারীদের পুলিশে যোগদানের উৎসাহিত করার জন্য এমন উদ্যোগ.
কনস্টেবল "জিনা আলি" সদ্যই নিউজিল্যান্ড পুলিশে চাকরি পাবা প্রথম নারী হিসেবে এটি গ্রহণ করবেন
এ ব্যাপারে দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেন নিউজিল্যান্ডের কর্ম ক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠী’র দেখাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের,
পুলিশের মুখপাত্র আরো বলেছেন সবার সাথে একাত্মতা পোষন প্রক্রিয়া হিসেবে ইউনিফর্মে হিজাবের সংযুক্তি করা হয়েছে.
ছাড়াও নিউজল্যান্ড বাদে স্কটল্যান্ড ও লন্ডন এর মেট্রোপলিটন পুলিশ সদস্যরাও ইউনিফর্মের অংশ হিসেবে এখন থেকে হিজাব পরতে পারেন,
২০১৬ সালে স্কটল্যান্ড পুলিশ হিজাবকে ইউনিফর্মে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় এবং ২০০৬ সালে লন্ডন মেট্রোপলিটন হিজাবকে ইউনিফর্মে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়.
এরও আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মাহা সুক্কার ইউনিফর্মের সঙ্গে হিজাব পরেছিলেন ২০০৪ সালে.
এ ব্যাপারে নিউজিল্যান্ডের পুলিশ থেকে আরও বলা হয়েছে নিউজিল্যান্ডের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ও হিজাব এর ব্যাপারে বলা হয়েছে সেখানে মুসলিম স্টুডেন্টরা যাতে করে হিজাব পরতে পারে সে ব্যাপারেও জানানো হয়েছে,
এর পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড পুলিশ ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করে ২০১৮ সালের শেষদিকে.
নিজের ইউনিফর্মের অংশ হিসেবে প্রথম কর্তৃপক্ষের কাছে ইউনিফর্মের অংশ হিসেবে নিউজিল্যান্ডে কনস্টেবল "জিনা আলিই" হিজাব পরার অনুমতি চান.
"জিনা আলি" জানান ক্রাইস্টচার্চে বন্দুক হামলার ঘটনার পর থেকে আমি নিউজিল্যান্ড পুলিশে যোগ দেওয়ার সিদ্ধান্ত নি.
"জিনা আলি" আরো বলে মানুষকে সহযোগিতার করার জন্য নিউজিল্যান্ড আরো মুসলিম মহিলার নিউজিল্যান্ড পুলিশে যোগদেয়া দরকার.