স্বাগতম, আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা এখনি জেনে নিন সৌদির হুরুব প্রাপ্ত ও ইকামা হিন প্রবাসীদের জন্য আউট পাস বা ফাইনাল এক্সিটের বিষয়ে দারুণ সুযোগ নিয়ে বিস্তারিত
সৌদির হুরুব পাপ্ত ও ইকামা হীন প্রবাসীদের জন্য আউটপাসের দারুন সুযোগ - সৌদি প্রবাসীরা এখনই জেনে নিন - বিস্তারিত
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের জন্য রিয়াদ দূতাবাস থেকে ফাইনাল এক্সিট বা আউটপাসের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
সেখানে জানানো হয়েছে এতদ্বারা আল হাসান ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যে সকল প্রবাসী বাংলাদেশীরা ফাইনাল এক্সিট ভিসা নিয়ে বাংলাদেশের চলে যেতে চান তাদেরকে আগামী 20 ও 21 নভেম্বর 2020 রোজ শুক্র এবং শনিবার শ্রমকল্যাণ বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর প্রতিনিধি দল আল হাসাতে অবস্থান করে এক্সিট ভিসা সংগ্রহের আবেদন প্রস্তুত এবং দাখিল সংক্রান্ত সেবা প্রদান করবে
সেবাপ্রদানের জায়গা হল কাউসুল আল কাওয়াগেপার আল হাছা আজিজ ক্লিনিকের পাশে তারিখ, বার, এবং সময় 20 ও 21 নভেম্বর 2020 তারিখ, রোজ শুক্রবার ও শনিবার , সকাল 8 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত.
যারা এই আউট পাস সেবা গ্রহণের জন্য উপযুক্ত তারা হলেনঃ
১- যাদের ইকামার মেয়াদ শেষ
২- নতুন আসার পরে ইকামা হয়নি
৩- যাদের হুরুব রয়েছে
৪- যাদেরকে ইতিপূর্বে কফিল বা স্পন্সর এক্সিট প্রদান করেছে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করেননি.
যারা এই সেবা গ্রহণের উপযুক্ত নয়ঃ
১- যাদের নামে থানায় বা আদালতে মামলা রয়েছে
২- যারা ওয়ান্টেড মানে মাতলুভ
৩ যারা কফিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন
৪- নারী গৃহকর্মী গন
দূতাবাসের সহযোগিতায় আউট পাস বা ফাইনাল এক্সিট গ্রহণ করতে যে সকল কাগজপত্র লাগবে তা হলঃ
পাসপোর্ট এবং ইকামার ফটোকপি, ২ কপি করে এদের ফটোকপি
যাদের ইকামা হয়নি তারা পাসপোর্ট এর প্রথম পাতা ও ভিসার পাতার ফটোকপি প্রদান করবেন.
দূতাবাস হতে সুপারিশ পত্র পাওয়ার পর করণীয়
১- যাদের ইকামার মেয়াদ শেষ কিংবা নতুন আসার পর ইকামা হয়নি তো দূতাবাস কর্তৃক মাক্তাব আমেল এর সত্তাদীত ফ্রম নিয়ে কপিল বা কোম্পানির যে শহরের আওতায় সেই শহরের স্থানীয় মাক্তাব আমেলে যেতে হবে
মাক্তাব আমেল হতে ইস্যুকৃত ফ্রম নিয়ে সেখানকার যাওয়াজাতের ইদারাতুল ওয়াফে দিনে এক্সিএ ভিসার জন্য যেতে হবে
২- যাদের হুরুব রয়েছে অথবা তাদেরকে ইতিপূর্বে কফিল স্পন্সর মানে একবার ফাইনাল এক্সিট প্রদান করেছেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করেনি তাদেরকে একটি পত্র ইস্যু করে দেয়া হবে।
আবেদনকারীকে উত্তরপত্রসহ নিজ দায়িত্বে সংশ্লিষ্ট যাওয়াজাতের ইদারাতুল ওয়াদিনে সহস্য দিলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে এক্সিট ভিশা সংগ্রহ করতে হবে.
উভয় ক্ষেত্রে এক্সিট ভিসা প্রাপ্তির পর ভিসাতে উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই নিজ দায়িত্বে বিমানের টিকেট কেটে দেশে চলে যেতে হবে
আরো দেখুন
সৌদি আরবে নূন্যতম বেতন ৪০০০ হতে হবে যা ' আগে ছিল ৩০০০
সৌদি প্রবাসীরা ৮ শর্তে কফিলের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন - বিস্তারিত দেখুন
সৌদি প্রবাসীরা ৮ শর্তে কফিলের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন - বিস্তারিত দেখুন
উল্লেখ্য, স্পেশাল এক্সিট ভিসা প্রদানের এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়নি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্পেশাল প্রদানের কার্যক্রম চলমান থাকবে
তাই সৌদির আল হাসান ও তার পার্শ্ববর্তী যেসকল প্রবাসীরা ফাইনাল এক্সিট নিতে চান তারা আগামী 20 ও 21 নভেম্বর তাওসুল আল-কাওয়াগেপার আলহাসা আজিজ ক্লিনিকের পাশে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।