ProbashBD.Xyz এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে
১-সৌদির ট্রাফিক আইন২-পাঁচ সদস্যের একটি চোর চক্র কে আটক করেছে
৩-সৌদি আরবের বেকারত্বের হার ৭% এর নিচে নামানোর লক্ষ্য
সৌদি আরবের আজকের খবর তিনটি আলোচিত খবর নিয়ে বিস্তারিত
সৌদি আরব থেকে পাওয়া আজকের আলোচিত খবর কি হলঃ প্রতিনিয়ত হচ্ছে সৌদির ট্রাফিক আইন ট্রাফিক বিভাগ মুরতাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ঘোষণাতে জানিয়েছেন এখন থেকে কেউ যদি সিগন্যাল অমান্য করে গাড়ি চালায় তাহলে তাদেরকে 3 থেকে 6 হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে
সে সাথে ট্রাফিক বিভাগ আরও জানিয়েছেন ট্রাফিক সিগন্যালের সামনে যে চিহ্ন গুলো দেওয়া থাকে সেই চিহ্ন উপরে গাড়ি রাখলেও 3 থেকে 6 হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে
তাই সকল প্রবাসীরা আপনারা যারা গাড়ি চালান তারা সকলেই ট্রাফিক আইন সম্পর্কে সতর্ক থাকবেন আর নয়তো গুনতে হবে বিশাল পরিমাণ এর জরিমানা.
সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর কি হলোঃ রিয়াদ অঞ্চলের পুলিশের মুখপাত্র জানিয়েছেন চুরি করার অপরাধে রিয়াদ অঞ্চলের পুলিশ পাঁচ সদস্যের একটি চোর চক্র কে আটক করেছে ও তার আশেপাশের এলাকা তে চুরি করাতো এ সময় তাদের কাছ থেকে নগদ 15 হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে
সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় আলোচিত খবর কি হলঃ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ আল রাজি জানিয়েছেন যে 2030 সালের মধ্যে সৌদি সরকার থথেকে বলা হয়েছে সৌদি আরবের বেকারত্বের হার ৭% এর নিচে নামানোর লক্ষ্যে বর্তমান পদ্ধখেপ অনুযায়ী কাজ করে যাচ্ছে সৌদি সরকার
তিনি আরো জানিয়েছেন সৌদি আরবের পুরুষ এবং মহিলাদের জন্য ইতিমধ্যে ভিশন 2030 এর অধীনে নতুন করে ৪ লক্ষ ২০ হাজার চাকরির সুযোগ তৈরি হয়েছে
তবে এতে করে সৌদি নাগরিকদের জন্য বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু কমেছে প্রবাসী শ্রমিকদের কাজের ক্ষেত্র, এই ছিল আজকের দিনটি আলোচিত খবর।