আসসালামুয়ালাইকুম Probas News এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত
সৌদি আরবের ৪টি গুরুত্বপূর্ণ খবর
সৌদি আরব থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবরের প্রথমে রয়েছেঃ আজ বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে আল-জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশী প্রবাসীদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আগামী 4 ও 5 ডিসেম্বর 2020 রোজ শুক্র-শনিবার রিয়াদ দূতাবাস থেকে একটি কন্সুলার টিম স্তেরাহা, এস্নাত, জিসিসি, কেমতিন এর পার্সোবরতী, আল জুবায়েল, হামরা, ডিস্ট্রিক্ট, দাম্মাম জুবায়ের রোড়, অবস্থান করে বাংলাদেশি প্রবাসীদের কন্সুলার সংক্রান্ত সেবা প্রদান করবে
তাই বাংলাদেশী প্রবাসীদের প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য উল্লেখিত স্থানে আগামী 4 ও 5 ডিসেম্বর উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে
সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর টি হলঃ সৌদি গেজেট পত্রিকার এক খবরে জানিয়েছে সৌদি নাগরিকদের কর্ম ক্ষেত্রে আগ্রহী করতে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী আহ্মেদ আল রাজি সৌদি আরবের নিতাকাত প্রোগ্রামের অধীনে থাকা সকল সৌদি নাগরিকদের মাসিক বেতন 3 হাজার থেকে বৃদ্ধি করে 4 হাজার রিয়াল করার ঘোষণা দিয়েছেন
তিনি জানিয়েছেন নিতাকাত' প্রোগ্রামের অধীনে থাকা একজন সৌদি নাগরিকের বেতন হবে সর্বনিম্ন 4 হাজার রিয়াল
সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর টি হলঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদির সফর এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকের কথা অস্বীকার করেছেন সৌদি আরব
সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক টুইটার বার্তায় জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে দেখেছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পে অর সফরের সময় ক্রাউন পৃন্স এবং ইসরাইলের কর্মকর্তারা উদ্দেশ্যমূলক বৈঠকে অংশ নিয়েছেন
কিন্তু এই ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি ওই বৈঠক শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন
সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর টি হলোঃ সর্বশেষ করোনাভাইরাস এর আপডেট আজ নতুন করে করণায় আক্রান্ত হয়েছে 252 জন, এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 3 লক্ষ 55 হাজার 741 জন, তাছাড়া সৌদিতে আজ নতুন করে সুস্থ হয়েছেন 495 জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছে 3 লক্ষ 44 হাজার 311 জন, সৌদিতে আজ নতুন করে করোনায় আক্রান্তের মারা গেছে 15 জন, এখন পর্যন্ত মারা গেছে 5 হাজার 811 জন, ফলে বর্তমানে সৌদিতে করণায় আক্রান্ত রোগী আছে 5 হাজার 619 জন, এই ছিল চৌদি থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবর খবরটি আপনারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন