নতুন করে যে সিদ্ধান্ত নিল সৌদি - সৌদির ফ্লাইট বন্ধ, জল ও স্থল পথে নিষোধাজ্ঞা জারি!
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষণাতে জানিয়েছে যে আন্তর্জাতিক সম্মেলনের বাণিজ্যিক বিমান চলাচল এক সপ্তাহের জন্য বাতিল করেছে সৌদি আরব সে সাথে সৌদি আরব স্থল বন্দর ও সমুদ্র বন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে.
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বিশ্বের কয়টি দেশে কোভিড়-১৯ নতুন করে ছড়িয়ে পড়তে শুরু করায় সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনার আলোকে নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তা দিকে লক্ষ্য রেখে কর্তৃপক্ষ বেশকিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন
সেগুলো হলোঃ
০১- আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে.
০২- আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জল পথ দিয়ে সৌদি আরবে প্রবেশ বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে.
০৩- গত ৮ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশের নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদি আরবে এসে থাকলে তাদেরকে দুইটি নির্দেশনা মেনে চলতে হবে
-তাহলো ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে
-কোয়ারেন্টাইন এ থাকাকালীন সময়ে প্রতি ৫ দিন পর পর কোভিড়-১৯ টেস্ট করাতে হবে.
০৪- গত ৩ মাসের মধ্যে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যে সকল দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সে সকল দেশ থেকে সৌদি আরবে এসে থাকলে তাদেরকে অবশ্যই কোভিড়-১৯ টেস্ট করাতে হবে.
০৫- যে সমস্ত দেশে নতুন করে কোভিড় সংক্রমণ শুরু হয়নি সে সকল দেশ থেকে পণ্য আমদানি - রপ্তানি কার্যক্রম এই নির্দেশনা আওতামুক্ত থাকবে।
এই পাঁচটি সিদ্ধান্ত আর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে আপনারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।