আসসালামুয়ালাইকুম সকল সৌদি আরব প্রবাসী দেরকে প্রবাস নিউজ এর পক্ষ থেকে স্বাগতম আজকের এবার খবরের আলোচনা করেছে সৌদি আরবের তিনটি"
"পুলিশের বিশেষ অভিযানসৌ,
দির সিভিল ডিফেন্স থেকে পাওয়া নিউজ,
সৌদি আরবের তেলের দাম,গুরুত্বপূর্ণ খবর তাই সকল সৌদি আরব প্রবাসী কে পুরো নিউজটি বিস্তারিত জেনে নেওয়ার জন্য অনুরোধ করা গেল.
সৌদি আরবের আজকের গুরুত্বপূর্ণ খবর দেন প্রথমে রয়েছেঃ সৌদি আরবে গত কয়েকদিন ধরে বেশ তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী সৌদি আরবের ছারো দিকে এখন চলতেছে পুলিশের বিশেষ বিশেষ অভিযান
বিশেষ করে মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম এর মত শহর গুলোতে পুলিশের চেকিং আগে থেকে বেশ জোরদার করা হয়েছে প্রতিটি রাস্তার মোড়ে এবং গলির ভিতরে পুলিশ প্রতিনিয়ত ছেক দিচ্ছেন খবর পাওয়া গেছে কিছু কিছু এলাকাতে লেবার ক্যাম্প গুলোতেও পুলিশের অভিযান চালানোর খবর পাওয়া গিয়েছে
তাই সৌদি আরবের যে সকল প্রবাসী ভাইদের রয়েছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা সতর্ক থাকুন এবং আপনাদের যে সকল প্রবাসীদের কাছে আকামা নেই আপনারা সতর্ক ভাবে রাস্তায় চলাফেরা করবেন.
আর বিশেষ করে একটা বিষয় সবসময় নজর রাখবেন যে বাইরে বের হবার পর পুলিশের যে করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরব সরকারের যে নিয়ম কানুনগুলো দেওয়া হয়েছে সেগুলো সব সময় মেনে চলার চেষ্টা করুন.
সৌদি আরব থেকে পাওয়া দ্বিতীয় বিশেষ খবর হলোঃ সৌদি আরবের সিভিল ডিফেন্স সৌদি আরবের বিভিন্ন জায়গায় আগামী শুক্রবার পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন শহরগুলো সহ বেশ কয়েকটি জায়গায় আবহাওয়া জন্য সর্তকতা জারি করেছেন এ ব্যাপারে সিভিল ডিফেন্স জানিয়েছেন শুক্রবার পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিপাত সহ তীব্র বাতাসের সাথে মক্কা, আল বাহা হাইল, আচিল, পূর্ব প্রদেশ এবং উত্তর সীমান্ত অঞ্চল গুলোতে প্রবল বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ও হবার সম্ভাবনা রয়েছে
এবং তাছাড়া মদিনা, জাজাজ, যাওপ অঞ্চলের এবং কাওশিক অঞ্চলে হালকা জ্বরো বাতাসের সাথে পবন বৃষ্টিপাত হতে পারে
তাই সৌদি আরবে উল্লেখিত এলাকাগুলো সকল সৌদি নাগরিক এবং প্রবাসীদেরকে সাবধানে থাকার জন্য বলা হয়েছে সৌদি আরবে সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে.
সৌদি আরব থেকে পাওয়া আজকের তৃতীয় আলোচিত গুরুত্বপূর্ণ খবর কি হলঃ সৌদি আরবের আরামকো নতুন করে সৌদি আরবের জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছেন
আরামকোর নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা তালিকাতে বেশ অপরিবর্তিত রয়েছে তেলের দাম গুলো সবই আগের দামেই রয়েছে
এ ব্যাপারে সঠিক দাম গুলো জানা গিয়েছে
গ্যাসোলিন 91 গ্রেট এর তেলের দাম বর্তমানে ধরা হয়েছে 1.44 রিয়াল যেটা আগেও ছিল 1.44 রিয়াল
এবং গ্যাসোলিন 95 গ্রেট এর দাম ধরা হয়েছে 1.58 রিয়াল যা আগে ছিল 1.59 রিয়াল.
এবং সৌদি আরবের ডিজেলের দাম ধরা হয়েছে 0.52 রিয়াল যেটি আগেও ছিল 0.52 রিয়াল
এবং কেরোসিনের দাম দেওয়া হয়েছে 0.70 রিয়াল যেটি আগেও ছিল 0.70 রিয়ালেই
এবং এলপিজির দাম ধরা হয়েছে 0.75 রিয়াল যেটি আগেও ছিল সৌদি আরবের 0.75 রিয়ালি
আরো নিউজ দেখুন
Probas News - সৌদির আজকের ২ টি বিশেষ আলোচিত খবর - সৌদি আরবের খবর।
Saudi Job News - সৌদি প্রবাসীদের জন্য জরুরি ভিত্তিতে চাকরির সংবাদ - কাজ হবে কুরিয়ান সার্ভিসে
Saudi Job News - সৌদি প্রবাসীদের জন্য জরুরি ভিত্তিতে চাকরির সংবাদ - কাজ হবে কুরিয়ান সার্ভিসে
এ ছিলো সৌদি আরব থেকে পাওয়া আজকের তিনটি
"পুলিশের বিশেষ অভিযান,
'সৌদির সিভিল ডিফেন্স থেকে পাওয়া নিউজ,
'সৌদি আরবের তেলের দাম"
গুরুত্বপূর্ণ বিশেষ খবর তাই যারা আমাদের খবরটি পড়লেন সকলকে অনুরোধ করব ফেসবুকে শেয়ার করে অন্য সকল ভাইদেরকে ও নিউজটি করতে দেয়ার জন্য।
সৌদি আরবের সকল খবর সবার আগে পাবার পাওয়ার জন্য আমাদের সাইট ProbashBD.Xyz সব সময় ভিজিট করুন আমরা সব সময় প্রবাসীদের নিউজ সবার আগে দিয়ে থাকি ধন্যবাদ সকলকে।