আসসালামু য়ালাইকুম সকল সৌদি আরব প্রবাসীদের কে স্বাগতম প্রবাস নিউজ এর পক্ষ থেকে আজকের এবারের খবরে দুটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে শেয়ার করা হলো সবাই খবরটি গুরুত্ব সহকারে পড়ে বিস্তারিত জেনেনিন.
Probas News - সৌদির আজকের ২ টি বিশেষ আলোচিত খবর - সৌদি আরবের খবর। আপডেট
সৌদি আরব থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ আলোচিত খবর টি হলঃ সৌদি আরবের দিনদিন বাংলাদেশী প্রবাসীদের অপরাধের মাত্রা বেড়েই চলেছে প্রায় সময় দেখা যায় পুলিশ অপরাধমূলক কাজে কাউকে গ্রেফতার করলে সেখানে বাংলাদেশীরাই বেশি থাকে
বিশেষ করে সৌদি আরবের সিম কার্ড জালিয়াতির অভিযোগ বেশিরভাগ সময় আটক হচ্ছে বাংলাদেশী প্রবাসীরা এবার বিয়াদে ২ জন বাংলাদেশী প্রবাসী সিম কার্ড জালিয়াতির অভিযোগে রিয়াদ পুলিশের হাতে ধরা পরল বিষয়টি সৌদি আরবের সাধারণ সুক্ষ অধিদপ্তর নিশ্চিত করেছেন.
আটককৃত প্রবাসীদের কাছ থেকে সৌদি আরব পুলিশ ১৮২৭ টি সিম কার্ড যদ্দ করেছেন যেগুলো সব সিম ভেরিফাই করা ছিল সৌদি আরবের নাগরিক এবং বাংলাদেশী প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে.
তাই বাংলাদেশী প্রবাসীরা আপনারা সব সময় সাবধানে থাকবেন এক প্রতারক চক্রটি অনেক সময় সিম কার্ড কেনার সময় একটি ফিংগারপিন এর বিপরীতে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকগুলো সিম ভেরিফাই করে ফেলে পরবর্তীতে এই চক্রটি সিম কার্ড গুলো বেশি দামে অন্যদের কাছে বিক্রি করে ফেলে
সৌদি আরবে কোন সময় যদি এই সিম কার্ড গুলো দিয়ে কোন অবৈধ কাজ করা হয় সে ক্ষেত্রে যার নামে সিম রেজিস্ট্রেশন করা সেই বিপদে পড়বে
তাই সকল প্রবাসীরা আপনারা যখন নতুন সিম কার্ড কিনবেন তখন এই বিষয়ে সতর্ক থাকবেন.
সৌদি আরব থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর টি হলঃ সৌদি আরবে পুলিশের বিশেষ অভিযানে এবার পাঁচজন প্রবাসীর কে গ্রেপ্তার করেছে রিয়াদের পুলিশ তাদের বিরুদ্ধে অপহরণ এবং ছিনতাইয়ের অভিযোগ এনেছেন রিয়াদের পুলিশ.
রিয়াদ পুলিশের উপাচার্য মেজর খালেদ আল কেদিস জানিয়েছেন তারা পাবলিক প্লেসে চুরি, বিদা-দের কাছ থেকে ছিনতাই, মাসজিদের নামাজের সময় ছুরি সহ অনেক অবৈধ কাজে তারা লিপ্ত ছিল আটক কৃত 5 জন প্রবাসী সবাই ছিলেন অবৈধ.
রিয়াদ পুলিশের কাছে তারা এ পর্যন্ত 28 টি অপকর্মের কথা স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে সৌদি আরবের নিয়ম অনুযায়ী অভিযোগ এনে আটককৃত সরকার প্রবাসী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য পাবলিক প্রসিকিউটর অভিযোগ করা হয়েছে.
আরো নিউজ দেখুন
যারা বর্তমানে প্রবাসে আছেন ও যেই প্রবাসীরা বর্তমানে দেশে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ।
এই ছিল আজকের সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুটি খবর ProbashBD.Xyz এর খবরটি আপনারা যারা পড়েছেন সকলকে অনুরোধ করব Facebook শেয়ার করে অন্য সকল প্রবাসী ভাইদের কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য পরবর্তীতে নতুন কোন নিয়োগ পেতে সবার আগে আমাদের সাইট ভিজিট করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে